তানোরে এক নারীকে পিটিয়ে হাত ভেঙে দিলেন প্রতিবেশী

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০৯ এএম
তানোরে এক নারীকে পিটিয়ে হাত ভেঙে দিলেন প্রতিবেশী

বাড়ির সামনের রাস্তায় জড়ো করা গরুর গোবর সরাতে বলায় এক নারীকে বেধড়ক ভাবে বিবস্ত্র ও পিটিয়ে হাত ভেঙে দিয়েছে প্রভাবশালী প্রতিবেশীর দলবল। গুরুতর আহত ও হাত ভাঙ্গা অবস্থায় ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ওই নারীর নাম আয়েশা খাতুন (৩০) তিনি কামারগাঁ গ্রামের মোহন মন্ডলের কন্যা। আয়েশা খাতুন বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ গ্রামে। এঘটনায় কামারগাঁ গ্রামের মৃত লালমন মন্ডলের পুত্র আহত নারীর পিতা মোহন মন্ডল বাদি হয়ে একই গ্রামের প্রতিবেশী আনেসুর রহমান (৫৫) তার স্ত্রী মাফিয়া বিবি (৫০) ও পুত্র রাফি (৩২) কে আসামী করে বুধবার সন্ধ্যায় তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রত্যক্ষদর্শি, অভিযোগ ও পুলিশ সুত্রে জানা গেছে, মোহন মন্ডলের বাড়ির সামনের চলাচল করা রাস্তায় প্রতিবেশী আনেসুর রহমানের স্ত্রী মাফিয়া (৫০) গরুর গোবর জড়ো করে রাখেন। এসময় আয়েশা খাতুন গোবর গুলো সরাতে বলেন। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাফিয়ার স্বামী আনেসুর রহমান (৫৫) ও তার পুত্র কাফি (৩২) আয়েশার উপর হামলা চালিয়ে টানা হেচড়া কিল ঘুষি চড় থাপ্পড় মারার এক পর্যায়ে বিবস্ত্র অবস্থায় মাটিতে ফেলে গাছের ডাল দিয়ে বেধড়ক ভাবে পিটিয়ে হাত ভেঙে দেয়। এসময় খবর পেয়ে মেয়ে বাচাতে এগিয়ে আসলে তার মা রাফেয়া বিবিকেউ মারপিট শুরু করেন প্রভাবশালী ওই প্রতিবেশীর দল। এসময় গ্রামবাসীরা এগিয়ে আসলে আহত অবস্থায় মা মেয়েকে ফেলে হামলাকারীরা চলে যায় তারা। পরে গুরুতর আহত ও হাত ভাঙ্গা অবস্থায় উদ্ধার করে আয়েশা খাতুনকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং মা রাফেয়া বিবিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান বলেন, অভিযোগ পেযেছি, তদন্ত চলছে। বিষয়টি আইনগত ব্যবস্থার প্রকৃয়া চলছে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে