দিনাজপুরের ঘোড়াঘাটে জামাইয়ের জমিতে ধান রোপন করতে এসে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শশুর নিহত হয়েছে। শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) বাদ জুম্মা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কৈইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মতিয়ার ১নং বুলাকীপুর ইউনিয়নের শৌলা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। মেয়ের ডাকে জামাই আনোয়ার হোসেনের বিরোধীয় জমিতে ধান রোপন করতে গিয়েছিলেন বৃদ্ধ মতিয়ার রহমান (৪৮)। জমিটি নিয়ে দীর্ঘদিন যাবত জামাই আনোয়ার হোসেনের সাথে চাচাতো ভ্ইা বাবু মিয়ার বিরোধ চলে আসছিল। তবে ধানের চারা রোপন করতে গেলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন বৃদ্ধ মতিয়ার। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, লাশের ছুরত হাল রিপোর্ট তৈরী করা হয়েছে। নিহতের বাম পায়ে বেশ ধারালো অস্ত্র দিয়ে কোপানোর কয়েকটি চিহ্ন রয়েছে।