সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাইকে ডাকাতির ঘোষণা দিয়ে স্থানীয়রা হামলা চালায়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে শিক্ষার্থীরা সেখানে বাধা দিতে যান। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিলে এলাকাবাসী বাড়িটি ঘিরে ফেলেন। এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করা হয়। এতে গুরুতর আহত হন অন্তত ১৫ জন। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থীদের অভিযোগ, ওই বাড়ি লুটপাট করে পরবর্তীতে পরিকল্পিতভাবে ছাত্রদের নাম দেয়া হবে। প্রশাসন এই ঘটনার দুই থেকে আড়াই ঘণ্টা পরও ব্যবস্থা নিতে অবহেলা করেছে।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।