রংপুর নগরীর ব্যাস্ততম এলাকা বলে খ্যাত রংপুর প্রেসক্লাব কমপ্লেক্সের তৃতীয় তলায় ৭টি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙ্গে দোকান থেকে কোটি টাকা মুল্যের নতুন দামী মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টা থেকে ৯টার মধ্যে। ঘটনার সময় প্রেসক্লাব কমপ্লেক্স এর সব গুলো দোকান বন্ধ ছিলো বলে মার্কেটের ব্যাবসায়ীরা জানিয়েছেন তবে প্রকাশ্যে দিবালোকে মার্কেটের ৮টি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙ্গে কোটি টাকার মোবাইল ফোন লুট করার ঘটনায় নগরী জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সর্বশান্ত দোকান মালিকদের আহাজারি পুলিশ ও মোবাইল ফোন ব্যবসায়ীরা জানিয়েছেন রংপুর প্রেসক্লাব কমপ্লেক্স এর তৃতীয় তলায় অধিকাংশই মোবাইল ফোনের দোকান সাধারনত বেলা ১১ টার আগে কোন দোকানই খোলা হয়না। মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে ৯ টার মধ্যে ৪ থেকে ৫ সদস্যের দুবৃর্ত্ত মুখে মাস্ক পড়ে এবং মাথা পর্যন্ত মোড়ানো জ্যাকেট পড়ে মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত শেখ টেলিকমের ৩টি দোকান . শেখ টেলিকমের একটি, ইউনিক টেলিকমের একটি, রিং বার্ট টেলিকমের একটি এবং রাইয়ান টেলিকমের একটি সহ মোট ৭ টি দোকানের ষ্টিল সার্টারের তালা ভেঙ্গে দোকানের প্রবেশ করে কমান্ডো ষ্টাইলে ৭টি দোকান থেকে বিভিন্ন কোম্পানীর দামী দামি কোম্পানীর মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।খবর পেয়ে রংপুর মেট্রোপলিটান পুলিশের ডিসি ক্রাইম সিবলী কায়সার সহ পুলিশ কর্মকর্তারা ঘটনা স্তল পরিদর্শন করেন। সিসি টিভির ফুটেজ দেখে দুবৃর্ত্তদের পাকড়াও করতে অভিযান চলছে বলে এক পুলিশ কর্মকর্তা জানান।