ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে জনসম্পৃক্ততা বৃদ্ধি করনের লক্ষ্যে কর্মীসভার অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য, উচ্চকণ্ঠ অনলাইন নিউজ পোর্টালের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, উপজেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান লাল,জামাল ইউনিয়ন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা,মোহাম্মদ আলী খাঁ,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুবর রহমান মিলন,পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক আবু তাহের হিরু। প্রধান অতিথি হামিদুল ইসলাম বলেন, জননেতা তারেক রহমানের প্রনীত ৩১ দফা সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে। এলক্ষ্যে জনগণের কাছে যেতে হবে আর প্রতিটি দফা সম্পর্কে জানাতে হবে। বোঝাতে হবে ৩১ দফার প্রতিটি দফাতেই জনগণের কল্যাণ নিহীত আছে। বিএনপি জনতার রায় নিয়ে ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করবে।