কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:১৭ পিএম
কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় হাফেজ মোঃ জাহাঙ্গীর (৫৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নে। গত ৩১ ডিসেম্বর, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২ টায় দিকে কাতারের দোহা হাইওয়ে সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের বড়ভাই উপজেলার দিঘীরপাড় ডি. এস. এন আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা কামাল উদ্দিন এই সংবাদদাতাকে এ তথ্য নিশ্চিত করেন। হাফেজ মোঃ জাহাঙ্গীর গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুছ ছোবহান শাহর ছেলে। দেশে থাকাকালীন সময়ে হাফেজ মোঃ জাহাঙ্গীর দিঘীরপাড় দেওবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। তার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বড়ভাই বলেন, ৩১ ডিসেম্বর, শুক্রবার জুম্মার নামাজ পড়ে বাসায় ফেরার পথে একটি চলন্ত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে জাহাঙ্গীরকে ধাক্কা দেয়। এসময় মাথায়  আঘাত পেয়ে গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়ে সে। পরে কাতারের ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দোহা হামাদ মেডিকেল সিটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে ৩৭ দিন চিকিৎসাধীন অবস্থায় গত ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ভোর ৪টায় তিনি মারা যান । নিহতের লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত জাহাঙ্গীর জীবিকার তাগিদে ১২ বছর আগে কাতারে পাড়ি জমান। সেখানে তিনি  একটি মসজিদে দেখাশোনা কাজে নিয়োজিত ছিলেন। নিহত জাহাঙ্গীরের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে