বাবুগঞ্জে নিজের সম্পত্তি রক্ষায় এক নারীর সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪৩ পিএম
বাবুগঞ্জে নিজের সম্পত্তি  রক্ষায় এক নারীর সংবাদ সম্মেলন

বাবুগঞ্জে নিজের রেকর্ডিং সম্পত্তি জোরপূর্বক দখলের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সাহিদা আক্তার নামে  ভুক্তভোগী এক নারী। শনিবার ৮ ফেব্রুয়ারি  সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স  ইউনিটির হলরুমে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই নারী জানান জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের এলাকায় চিহ্নিত ভূমিদস্যু হিসেবে পরিচিত ইয়াকুব আলী কবিরাজের পুত্র মোঃ ইউনুস কবিরাজ ও মোঃ আনিচ কবিরাজ ২ নং আগরপুর ইউনিয়নের  ইসলামপুর মৌজার বিএস ৩৩০/৩২৯ এবং বিএস ৩৭৮৫ ও ৩৭৮৪ নং দাগে মোট ৫৪ শতাংশ সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালান এবং একপর্যায়ে খুঁন জখমের হুমকি দিয়ে জমির প্রকৃত মালিক মৃত ইউসুফ আলী কবিরাজের মেয়ে মোসাঃ সাহিদা আক্তারে ৫৪ শতাংশ জমি জোরপূর্বক দখল করার পাঁয়তারা করছে  বলে  সংবাদ সম্মেলনে দাবি করেন ভুক্তভোগী সাহিদা আক্তার। এমনকি এ বিষয়ে ভুক্তভোগী  নারী স্থানীয় সালিশ মীমাংশার শরণাপন্ন হলে সেখানেও উপস্থিত হননি দখলদার ও ভূমিদস্যু ইউনুস কবিরাজ, আনিচ কবিরাজ। কিন্তু সাহিদা আক্তারের রেকর্ডিয় সম্পত্তিতে প্রবেশে বাঁধা ও প্রতিনিয়ত  জীবননাশের হুমকি দিচ্ছেন ওই ভূমিদস্যুরা  লিখিত বক্তব্যে ভুক্তভোগী নারী সাহিদা আক্তার আরও জানান, সর্বশেষ উপায়ান্ত না পেয়ে নিজের জমির দখল বুঝে পেতে  বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। মামালার এমপি নং-৯৮৯/২০২৪। মামলায় উভয় পক্ষের কাগজ পর্যালোচনা করে বিজ্ঞ আদালত ৩১/১০/২০২৪ ইং তারিখ সাহিদা আক্তারের পক্ষে রায় প্রদান করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহিদা আক্তার আরো জানান, বিজ্ঞ আদালতের রায় অমান্য করে প্রতিপক্ষ ভূমিদস্যুরা দলিল নং ৩২৭৬/২০১১ খ্রিষ্টাব্দ যার তারিখ ২২/১২/২০১১ খ্রিষ্টাব্দ এবং উক্ত দলিলের লাল মিয়া গংদের নামে রেকর্ড দেখিয়ে জমি ভোগ দখলের পাঁয়তারা করছে।  প্রকৃতপক্ষে লাল মিয়া গংদের নামে উক্ত দাগের সম্পত্তির কোন রেকর্ড নেই। বর্তমানে ভূমিদস্যু মোঃ ইউনুস কবিরাজ ও মোঃ আনিস কবিরাজ এর দ্বারা হুমকি ও জমি দখলের হাত থেকে  মুক্তি পেতে জমির প্রকৃত মালিক সাহিদা আক্তার সাংবাদিকদের মাধ্যমে নিজের জমি বুঝে পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে