পীরগাছায় বসতবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৪৯ পিএম
পীরগাছায় বসতবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি

রংপুরের পীরগাছায় জমিজমা নিয়ে দ্বন্দের জেরে একটি পরিবারের বসত বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে দখলে নেওয়ার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাতের আধারে বাড়িটি জ্বালিয়ে দেওয়ার জন্য প্রতিপক্ষরা এ ধরনের হুমকি দিয়েছেন বলে দাবি করা হয়। এতে করে ওই বাড়ির লোকজন আতংকিত হয়ে বসবাস করছেন। আর ঘটনাটি ঘটেছে উপজেলার পারুল ইউনিয়নের আনন্দী ধনিরাম গ্রামে। অভিযোগে জানা গেছে, পারুল ইউনিয়নের আনন্দী ধনিরাম মৌজার জেএল নং-২২ এর দাগ নং-১৯৫,১৯৭ এর ২ একর ২০ শতক জমির মধ্যে ৬৫ শতক জমি ওই গ্রামের মৃত এছার উদ্দিন, মোহাম্মদ আলী, তাওয়া মাই ও আছি মাই এর রেখে যাওয়া সম্পত্তি তার ওয়ারিশগণ প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসছিলো। ওই জমির ওয়ারিশ সুত্রে ব্যবসায়ী মোসলেম উদ্দিন গং এর হলেও সম্প্রতি তাদের প্রতিবেশি বসির খাঁর এর ছেলে আবু বক্কর ও আজিজুল ইসলাম ভূয়া কাগজপত্র দিয়ে নিজেদের নামে রেকর্ড করে নেন। এ বিষয়টি জানতে পেরে পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমির মালিক মফিজ মিয়া, মোসলেম উদ্দিন, মনজু মিয়া, ইসলাম মিয়া, নওয়াব আলী, আজিজ মিয়া রেকর্ড সংশোধনের মামলা দায়ের করেন। এদিকে ওই জমিতে মোসলেম উদ্দিন গং বসতবাড়ি গড়ে তুলে বসবাস করা কালে প্রতিপক্ষ আবু বক্কর ও তার ভাই আজিজুল ইসলাম তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘোষণা দেন। তারা রাতের আধাতে যে কোন সময় বাড়িঘর জ্বালিয়ে দিয়ে জমিটি দখলে নেওয়ার পায়তারা করছেন বলে মোসলেম উদ্দিন গং লিখিত অভিযোগ করেন। অভিযোগকারী মোসলেম উদ্দিন বলেন, আমাদের পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমিতে আমরা দীর্ঘদিন থেকে বসবাস করে আসছি। অথচ প্রতিপক্ষ আবু বক্কর ও আজিজুল ইসলাম গায়ের জোরে আমাদের উচ্ছেদের পায়তারা করছে। তারা আমাদের বসতবাড়ি জ্বালিয়ে দিয়ে কিংবা ভেঙ্গে নিয়ে যাবেন বলে হুমকি দিচ্ছেন। আমি এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছি। অভিযোগের বিষয়ে আব্দুল আজিজুল ইসলাম মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ধরনের কথা বলেছি, তার প্রমাণ কি? জমি নিয়ে অনেক দিন ধরে ঝামেলা চলছে। এটা নিয়ে অনেক দেন-দরবার বৈঠক হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে