গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি সমাপ্তি হওয়ার পর মোবাশশির হোসাইন নামে এক কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় ডিসি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবৃদ্ধ মোবাশশির হোসাইন গণমাধ্যমকে জানান, তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে এসে লাগে।
তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে তিনি বিষয়টি জানিয়েছেন।