কোটচাঁদপুরে ইউনিয়ন বিএনপি’র কর্মি সভা অনুষ্ঠিত

এফএনএস (কাজী মৃদুল; কোট চাঁদপুর, ঝিনাইদহ) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫৬ পিএম
কোটচাঁদপুরে ইউনিয়ন বিএনপি’র কর্মি সভা অনুষ্ঠিত

বিগত ফ্যাসিবাদী সরকারের এত হামলা মামলা সহ্য করেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুমড়ে মুছড়ে যায়নি। বরং আরো শক্তিশালী হয়েছে। আমাদেরকে আগামীর জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। দলের ভাবমূর্তি ক্ষতি করে এমন কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকতে  হবে। কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ইউনিয় বিএনপি’র অনুষ্ঠিত কর্মি সভায় প্রধান অতিথি বক্তব্যে, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি’র তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল উপরোক্ত কথা গুলি বলেন। শনিবার (৮ফেব্রুয়ারী) বিকাল ৪টায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়ন শাখার বিএনপি’র কর্মি সভা জাকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মি সভায় সভাপতিত্ব করেন, এলাঙ্গী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান ফুটু। এতে প্রধান বক্তা ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, সন্মানিত অতিথি ছিলেন, পৌর বিএনপি’র সভাপতি এস কে এম সালাউদ্দীন বুলবুল সিডল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক  হারুন অর রশিদ, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, ঝিনাইদহ জেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোস্তফা সাইয়িদ, দোড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান সাণ্টু, বলুহর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আশরাফ আলী, সাবদারপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরিদ আহম্মেদ, এলাঙ্গী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খোকা প্রমূখ নেতৃ বৃন্দ।