ধানমন্ডি ৩২ নম্বর

‘আয়নাঘর’ সন্দেহের সেই ভবন থেকে পানি সরানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:১২ পিএম
‘আয়নাঘর’ সন্দেহের সেই ভবন থেকে পানি সরানো হচ্ছে

ধানমন্ডি ৩২ নম্বরের একটি নির্মাণাধীন ভবনের বেসমেন্ট থেকে পানি সরাচ্ছে ফায়ার সার্ভিস। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে পানি নিষ্কাশনের কাজ শুরু হয়। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে অনেকেই দাবি করছেন যে এই ভবনের নিচতলায় রহস্যময় ‘আয়নাঘর’ রয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ‘ছাত্র-জনতা’ ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয়। এই ঘটনার সময়, প্রতিবাদকারীরা বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে (যা ‘সিআরই’ র ভবন নামে পরিচিত) প্রবেশ করে। তারা দেখতে পায় যে ভবনটির বেজমেন্টে কয়েকটি তলা রয়েছে, যেখানে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরগুলোতে পানি জমে রয়েছে। এতে ধারণা করা হয় যে নিচে আরও তলা থাকতে পারে।

এই আবিষ্কারের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করেন, এই বেজমেন্টের নিচে একটি গোপন ‘আয়নাঘর’ রয়েছে, যেখানে নাকি রহস্যময় কর্মকাণ্ড চলত। এই দাবির ভিত্তিতে ৬ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন মহল পানি নিষ্কাশনের দাবি তোলে।

অবশেষে ৯ ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিস ভবনটির বেসমেন্ট থেকে পানি সরানোর কাজ শুরু করে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, “এখানে দুটি বেজমেন্ট রয়েছে। বৃষ্টির পানি জমে এখানে এমন অবস্থা তৈরি হয়েছে। আমরা কেবল পানি সরানোর কাজ করছি, এর বাইরে কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়েনি।”

পানির পরিমাণ সম্পর্কে মিজানুর রহমান জানান, “এখানে প্রায় ১০০ ফুট লম্বা এবং ৫০ ফুট চওড়া এলাকাজুড়ে পানি জমেছে। আমাদের ধারণা, প্রায় আড়াই লাখ লিটার পানি এখানে রয়েছে। তবে এই পানি খুব পুরনো বলে মনে হচ্ছে না।”

যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ানো হচ্ছে, এখনো পর্যন্ত কোনো প্রমাণিত তথ্য পাওয়া যায়নি যা এই ভবনে ‘আয়নাঘর’ থাকার কথা নিশ্চিত করে। ফায়ার সার্ভিসের পানি নিষ্কাশনের কাজ শেষ হলে প্রকৃত তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে