সাংবাদিকদের অংশগ্রহণে চাঁদপুর প্রেসক্লাব মিডিয়া কাপ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ উদ্বোধন হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ৯০ এর গণঅভ্যুত্থানের ছাত্রনেতা চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট মোহাম্মদ জহির উদ্দিন বাবর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম মেহেদী। প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই চাঁদপুর প্রেসক্লাবের মরহুম সদস্য ও জুলাই-আগস্টে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া কামনা করা হয়। আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহিন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, মাহবুবুর রহমান সুমন, বর্তমান কমিটির সিনিয়র কার্যকরী সদস্য মুনির চৌধুরী, সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, মোশাররফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু, কার্যকরী সদস্য জাকির হোসেন প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু। এবারের মিডিয়া কাপে চাঁদপুর প্রেসক্লাবের প্রায়ত সাবেক সভাপতি কামরুজ্জামান স্মৃতি ক্যারাম বোর্ড প্রতিযোগিতা সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান স্মৃতি দাবা প্রতিযোগিতা ও সাবেক সভাপতি ইকরাম চৌধুরী স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ উল্লেখিত তিনটি ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। চাঁদপুর প্রেসক্লাব এসব প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষ হবে আগামী ১৩ ই ফেব্রুয়ারি। এদিন ওই তিনটি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্য বৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোঃ জহির উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক জসিম মেহেদী এবং ক্রীড়া সংগঠক ও সমাজ সেবক অ্যাডঃ নুরুল আমিন আকাশকে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।