বরিশালের মুলাদীতে ছাত্রলীগ নেতার ঘরের তালা ভেঙে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর পাতারচর গ্রামের সোহাগ হোসেন ফরাজির ঘরে মালামাল লুট করা হয়। সোহাগ ফরাজি ওই গ্রামের আবুল কালাম ফরাজির ছেলে এবং সফিপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক। তিনি গত ৫ আগস্টের পর স্বপরিবারে এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছেন বলে জানান স্থানীয়রা। সোহাগ ফরাজির এক প্রতিবেশি জানান, শুক্রবার রাত ৯টার দিকে ১৫-১৬জন দুর্বৃত্ত দেশিয় অস্ত্র নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন। দুর্বৃত্তরা সোহাগ ফরাজির পাকা ভবনের তালা ভেঙে আলমারি, টিভি, ফ্রিজসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরে বিষয়টি মোবাইল ফোনে সোহাগকে জানানো হয়। ছাত্রলীগ নেতা সোহাগ ফরাজি মোবাইল ফোনে জানান, পূর্বশত্রুতার জেরধরে দুর্বৃত্তরা তালা ভেঙে স্বর্ণাংলকারসহ ৭লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। এঘটনায় সফিপুর পুলিশ ফাড়িতে মৌখিক অভিযোগ করা হয়েছে। সফিপুর পুলিশ ফাঁড়ি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, লুটের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।