দাবি মেনে না নেওয়ায় ৪ দফা দাবিতে আবারও শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স ট্রেইনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়ক অবরোধ না করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ রোডে অবস্থান নেন।
শিক্ষার্থীরা জানান, পূর্বে অবস্থান কর্মসূচি পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয় ৭ দিনের সময় চাওয়ায় তারা আন্দোলন স্থগিত রেখেছিলেন। তবে দাবি পূরণ না হওয়ায় পুনরায় আন্দোলনে নেমেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে খসড়া প্রণয়ন না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
ম্যাটস শিক্ষার্থী হাসান আল হাসান বলেন, ‘আমরা শুধু আমাদের একটি পরিচয় চাই। ম্যাটস শিক্ষার্থীদের না আছে কোনো পরিচয়, না আছে নিয়োগ। আমরা আসলে যাব কোথায়? আমাদের অন্তত একটি পরিচয় দিতে হবে। আমরা ইন্টার্নশিপে বিনা বেতনে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি, অথচ আমাদের কোনো নিয়োগ নেই। এই ম্যাটস কি বেকার তৈরির কারখানা?’
আরেক শিক্ষার্থী ইসরাইল হোসেন নোবেল বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আজকের মধ্যে খসড়া প্রতিবেদন না দিলে আমাদের আন্দোলন চলমান থাকবে। তারা এর আগে সাত দিনের সময় নিয়েও দৃশ্যমান কোনো কাজ করেনি।’
তাদের ৪ দাবি: ১. অনতিবিলম্বে শূন্যপদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টি করা। ২. প্রতিষ্ঠানের নাম ও কোর্স কারিকুলামের সংশোধন করা। ৩. ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা প্রদান। ৪. স্বতন্ত্র শিক্ষা বোর্ড গঠন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ মনসুর জানান, শিক্ষার্থীরা শাহবাগ থেকে ঢাবি ক্যাম্পাসের দিকে সড়কে অবস্থান করছে। শাহবাগের মূল সড়কে যান চলাচল অব্যাহত আছে।
দেশে ১৬টি সরকারি এবং ৫১টি বেসরকারি মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স ট্রেইনিং স্কুল রয়েছে। এসব ট্রেইনিং স্কুল থেকে তিন বছরের কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি পান এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করার সুযোগ পান।