বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার খুলতে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:১৮ পিএম
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার খুলতে দুদকের অভিযান

দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় কর্মকর্তাদের সুরক্ষিত সেফ ডিপোজিট লকার খোলার অভিযান শুরু করেছে দুদকের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। যার নেতৃত্বে আছেন দুদকের পরিচালক সায়েমুজ্জামান, এসময় ঢাকা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার তল্লাশি করছে।

এ অভিযানটি আদালতের অনুমতির পরেই শুরু হয়েছে। জানানো হয়েছে যে, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শিতাংশ কুমার সুর চৌধুরীর লকার খোলার পর আরো বেশ কিছু কর্মকর্তার লকার খোলার অনুমতি পেয়েছে দুদক। মোট ৩০০টি লকারের মধ্যে অন্তত ২৫ জনের লকারে তল্লাশি পরিচালিত হবে, যেখানে দুর্নীতি বা অবৈধ সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে।

এর আগে, ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের লকার থেকে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ১০০৫.৪ গ্রাম স্বর্ণ এবং ৭০ লাখ টাকার এফডিআর উদ্ধার হয়েছিল। বর্তমানে, দুদক ধারণা করছে যে, আরও কিছু কর্মকর্তার লকারে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থসম্পদ বা অন্যান্য মূল্যবান নথি রাখা থাকতে পারে।

দুদক জানায়, অভিযানে পাওয়া কোনো সম্পদ যদি আইনসম্মত না হয় বা কোনো অবৈধ আয়ের প্রমাণ পাওয়া যায়, তবে পরবর্তী সময়ে ওই কর্মকর্তা বা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হবে।

আপনার জেলার সংবাদ পড়তে