পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক কমিটি গঠিত হওয়ায় আনন্দ র্যালী ও মিষ্টি বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দল পিরোজপুর পৌরসভা চত্বর থেকে একটি আনন্দ র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী ও সাধারন সমপাদক রাজিব আহসানকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। বক্তারা বলেন, বিগত ১৭ বছরে যারা হামলা- মামলার শিকার হয়েছেন, যারা দলের জন্য নিবেদিত প্রাণ তারা তাদেরকে মূল্যায়ণ করা হবে। যারা আওয়ামীলীগ তথা ফ্যাসিবাদের দোসর তাদের স্বেচ্ছাসেবক দলে কোনো স্থান নেই। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ তৌহদুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ নাদিম শেখ। সভা শেষে নেতা - কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।