বরিশালে তামিম-মুশফিকদেও রাজসিক সংবর্ধনা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৮ পিএম
বরিশালে তামিম-মুশফিকদেও রাজসিক সংবর্ধনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেটাররা রোববার দুপুরে বরিশালে রাজসিক সংবর্ধনা পেয়েছেন। সমর্থকদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে ওইদিন টানা দুইবারের বিপিএল’র চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বরিশালে এসেছেন তামিম-মুশফিক-মাহমুদুল্লাহ রিয়াদ ও রিশাদরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চাটার্ড বিমানে তারা বরিশালে বিমানবন্দরে নামার সাথে সাথেই হাজারো সমর্থক উল্লাসে মেতে ওঠেন। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তসহ সিনিয়র খেলোয়াড়রা এ সফরে উপস্থিত ছিলেন। বিমান বন্দরে ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ফরচুন বরিশাল টিমের খেলোয়াড়রা। বিমানবন্দর থেকে ফরচুন বরিশালের টিম বাসে করে ক্রিকেটাররা বরিশাল শহরের বিভিন্নস্থান পরিদর্শন করেন। এসময় সমর্থকরা খেলোয়াড়দের বহনকারী বরিশালের টিম বাসের সাথে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে নগরীতে আসেন। ফরচুন বরিশালের মালিক মো. মিজানুর রহমান জানিয়েছেন, প্রথমে খেলোয়াড়রা বিসিকের প্রাইমারে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। পরে নগরীর বেলস্ পার্কে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে টানা দুইবারের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন করা হয়। পরে ক্রিকেট ভক্তরা খেলোয়াড়দের কাছ থেকে দেখার ও ছবি তোলার সুযোগ পেয়েছেন। পরবর্তীতে একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হয়। যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এ আয়োজন। ফরচুন বরিশালের কর্ণধর মিজানুর রহমান আরও জানিয়েছেন, ফরচুন বরিশালের ভক্ত-সমর্থকদের দাবি ছিলো টানা দুইবারের শিরোপা জয়ের ট্রফি নিয়ে লঞ্চে আসার জন্য। আমাদেরও সেই পরিকল্পনা ছিলো। কিন্তু সময় স্বল্পতা ও খেলোয়াড়দের নিরাপত্তার জন্য সমর্থকদের দাবি রাখা সম্ভব হয়নি। যেকারণে বিমানযোগে ট্রফি নিয়ে আসা হয়েছে। দেশের খ্যাতনামা ক্রিকেটারদের সাথে পুরো অনুষ্ঠান মাতিয়ে রেখেছিলেন ফরচুন বরিশাল টিমকে নিয়ে থিম সং এ কণ্ঠ দেওয়া বরিশালের সন্তান নেট দুনিয়ায় ব্যাপক পরিচিত ‘বিনোদন ভাই’ নামের বনি আমিন। ক্রিকেট ভক্ত এসএম মিজান বলেন, বিপিএলের বেশিরভাগ ম্যাচ ঢাকায় হওয়ায় বরিশালের মাঠে সরাসরি খেলা দেখার সুযোগ হয়নি। তাই এই আয়োজন আমাদের জন্য বিশেষ কিছু। বরিশালের ক্রিকেট প্রেমীরা ফরচুন বরিশালের সাফল্যে দারুণ উচ্ছ্বাসিত। বরিশালের সমর্থক আদিল আকন বলেন, এটা শুধু ক্রিকেট নয়, বরিশালের গর্ব। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় আমরা দারুণ গর্বিত। আমরা এখন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের নেতৃত্বে হ্যাট্রিক বিজয়ে অপেক্ষায় রয়েছি। আর আগামী বিপিএল’র আসরে বরিশাল স্টেডিয়ামে খেলার আয়োজন করার জন্যও তিনি (আদিল) সংশ্লিষ্টদের কাছে অনুরোধ করেছেন। পুরো অনুষ্ঠানকে ঘিরে বরিশাল নগরীর পুরো বেলস্ পার্ক মাঠ “ফরচুন-বরিশাল” শ্লোগানে মুখরিত হয়ে উঠেছিলো। উল্লেখ্য, বিপিএলের গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েই শিরোপা বরিশাল নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ফরচুন বরিশালের স্বত্ত্বাধিকারী মিজানুর রহমান। তবে নানা সমস্যার কারণে শেষপর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আসা হয়নি কীর্তনখোলার পাড়ে। যা নিয়ে আক্ষেপ ছিল দলের সমর্থকদের মাঝে। তবে এবার রেকর্ড গড়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের সেই আক্ষেপ মিটিয়েছেন ফরচুন বরিশাল টিমের মালিক মিজানুর রহমান। সমর্থকদের সাথে ক্রিকেটারদের উৎসব শেষে বিকেলেই ঢাকায় ফিরেছেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে