আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনে মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাষ্টারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি, সোমবার বিকেলে গফরগাঁও উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সুধী সমাবেশে দলটির কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম এ নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাষ্টার জেলা মজলিসের সূরা সদস্য ও উপজেলা জামায়াতের আমির এবং উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি। এছাড়াও তিনি পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত। তিনি গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিণা গ্রামে মৃত আলহাজ্ব আব্দুর রহমান মৃধা'র ছেলে। বর্তমানে তিনি পৌর শহরের মহিলা কলেজ রোডে নিজস্ব বাসায় বসবাস করছেন।মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাষ্টার বলেন, আমাকে ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনে প্রার্থীতা ঘোষণা করায় ধন্যবাদ ও কর্তৃজ্ঞতা প্রকাশ করছি। আমি জনগণের জন্য কাজ করতে চাই। বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। যারা এত দিন নির্যাতিত হয়েছেন, হামলা-মামলার শিকার হয়েছেন তাদের জন্য কাজ করতে চাই। গফরগাঁওয়ে মানুষের উন্নয়নে নিজেকে সৌপর্দ করতে চাই। আমি নেতা হতে চাই না, মানুষের সেবক হতে চাই। আমি সেবক হয়ে গফরগাঁওবাসীর জন্য কাজ করতে চাই।