সৈয়দপুরে পিকআপের ধাক্কায় নৈশ প্রহরীর মৃত্যু

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৭ এএম
সৈয়দপুরে পিকআপের ধাক্কায় নৈশ প্রহরীর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে বাইপাস সড়কের ধলাগাছ এলাকায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে সামসুল হক (৬৫) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। ৪ ডিসেম্বর বুধবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সামসুল হকের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বড় হাসিমপুর গ্রামে। তিনি সৈয়দপুর শহরের ইসলামবাগ পাওয়ার হাউজ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তি সৈয়দপুর -নীলফামারী বাইপাস মহাসড়ক সংলগ্ন আহমেদ ফ্লাইউড কারখানায় নৈশপ্রহরীর কাজ করতেন। ওইদিন রাতের ডিউটি শেষ বাড়ি ফিরতে মহাসড়ক পারাপারের সময় নীলফামারী থেকে আসা সৈয়দপুরগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।   এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইম উদ্দিন জানান, নিহত নৈশপ্রহরীর বাবার নাম শফিউদ্দিন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

আপনার জেলার সংবাদ পড়তে