অপারেশন ডেভিল হান্ট অভিযানে কাপাসিয়ায় ১২ জন গ্রেপ্তার

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১২ পিএম
অপারেশন ডেভিল হান্ট অভিযানে কাপাসিয়ায় ১২ জন গ্রেপ্তার

গাজীপুরের কাপাসিয়ায় শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে আওয়ামীলীগ, সহযাগী ও অঙ্গ সংগঠনর ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ৯ ফেব্রুয়ারি রোববার বিকালে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। থানা সূত্র জানা যায়, চলমান রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতিতে সারাদেশ ব্যাপী পরিচালিত অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, উপজেলার টোক ইউনিয়ন আওয়ামী লীগের  সাবেক সহসভাপতি ও ২ নং ওয়ার্ড সদস্য হাজী মোহাম্মদ  শাহাবুদ্দিন(৬২), একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন (৫৬), ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম রহমান(৩৬), সাংগঠনিক সম্পাদক রায়হান মাহমুদ রাজিব (২৫), রায়েদ ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ফয়সাল আমীন রুহুল(৪৩), একই ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য মাহফুজ আহমদ মিলন (৩৫), কাপাসিয়া উপজলা যুবলীগের সদস্য মোঃ সারোয়ার হোসেন (২৯), সাবেক সদস্য মোঃ শাহাদাত হোসেন(৩২), সিংহশ্রী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য মোঃ বোরহান (৩৫), ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য মোঃ শরীফ(২৭), কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য মেহেদী হাসান ও ৪ নং ওয়ার্ড সদস্য মোঃ মকবুল হোসেন মুকুল মোড়ল। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বিকালে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে