সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে মোঃ নুরুল্লাহ (৫২) নামের ৬ মসের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোঃ নুরুল্লাহ উপজেলার ৯নং নবীপুর ইউপির ৭নং ওয়ার্ড দেবীসিংহপুর গ্রামের খোরশদ আলমের ছেলে। সোমবার রাত সাড়ে ১২টারদিকে সেনবাগ থানার এএসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অর্থঋণ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত । গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর রহমান জানান,বিকেল তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।