অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ’লীগ নেত্রীসহ গ্রেপ্তার ৩

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৪৮ পিএম
অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ’লীগ নেত্রীসহ গ্রেপ্তার ৩

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের বিশেষ অভিযানে বরিশালে এক মাহিলা আওয়ামী লীগ নেত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে সোমবার বেলা সাড়ে বারোটার দিকে নগরীর মরকখোলার পুল এলাকায় কাউনিয়া থানার পুলিশ সদস্যরা একযোগে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছেন। মেট্রোপলিটন পুলিশের একটি বিজ্ঞপ্তিতে জানা গেছে, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোতোয়ালি থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি নগর গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমা। নগরীর পুলিশ লাইন রোড থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মো. ছগির হোসেন। গ্রেপ্তারকৃত সাবিনা ইয়াসমিন সোমার বিরুদ্ধে জেলা ও মহানগর বিএনপির অফিসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে