জেলার উজিরপুর উপজেলার রাহুতকাঠী ঘাট থেকে শিকারপুর বন্দরে আসার পথে সন্ধ্যা নদী থেকে অপহরন করা ট্রলার চালক মাহাবুব হাওলাদারকে উদ্ধারের দাবিতে সোমবার সকালে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় উজিরপুর পৌর বিএনপির আহবায়ক শহীদুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সচিব রোকনুজ্জামান টুলু, যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন আকন, পৌর যুবদলের আহবায়ক শাহাবুদ্দিন আকন সাবু, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম, নিখোঁজ মাহবুবের বড় ভাই জামাল হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে হাজার হাজার এলাকাবাসী গত ১১ দিন পূর্বে অপহৃতা ট্রলার চালককে উদ্ধারের দাবিতে প্রায় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় নিখোঁজ মাহবুবকে উদ্ধারের জন্য বিক্ষুব্ধরা ৪৮ ঘন্টা আল্টিমেটাম দিয়েছেন। এই সময়ে মধ্যে অপহৃতাকে প্রশাসন উদ্ধার করতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনেরও হুমকি প্রদর্শন করা হয়। পাশাপাশি অপহৃতাকে উদ্ধার না করা পর্যন্ত রাহুতকাঠী-শিকারপুর ঘাটের সব ট্রলার বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। মহাসড়ক অবরোধের খবর পেয়ে প্রায় দুই ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো, আলী সুজা ও সহকারী পুলিশ সুপার মো. ইকরামুল আহাদ দ্রুত অপহৃতাকে উদ্ধারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়ার পর বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন। উল্লেখ্য, উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের বাসিন্দা ট্রলার চালক মাহাবুব হাওলাদারকে বাবুগঞ্জ-উজিরপুরের সন্ধ্যা নদী থেকে গত ৩১ জানুয়ারি রাত দশটার দিকে রাহুতকাঠী ঘাট থেকে শিকারপুর আসার পথে ট্রলারসহ অপহরন করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রথমে থানায় সাধারণ ডায়েরী ও পরে একটি মামলা দায়ের করার পরেও অদ্যবর্ধি পুলিশ অপহৃতাকে উদ্ধার করতে পারেননি।