উপজেলার আমাদি গ্ৰামে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফারুক নামে ১ ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে । ফারুক আমাদি গ্ৰামের বাবুল সর্দারের ছেলে সে আমাদি বাজার মসজিদের মুয়াজ্জিন।কয়রা উপজেলার আমাদি বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে একই এলাকার আনছার সরদারের ছেলে আতিয়ার, ওসমান গংদের সাথে বাবুল সরদারের ছেলে ফারুক, আক্তারুল, মাসুম বিল্লালদের নিজ নামীয় রেজিষ্ট্রি কৃত জমি দখল নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন ফারুক মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে দেখতে পায় তাদের কোবলাকৃত জমিতে প্রতিপক্ষ আতিয়ার ওসমান গংরা অবৈধ দখল করার জন্য ঘর নির্মাণ করছে এতে বাধা দিতে গেলে ফারুককে এলোপাথাড়ি মার পিটিয়ে আহত করে। তার হাক চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন সেখানে এসে লাঠিসোঁটা দিয়ে মারতে থাকাবস্থায় উদ্ধার করে। আহত ফারুককে চিকিৎসার জন্যে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থা গুরুতর হলে পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে তার ভাই আক্তারুল বাদী হয়ে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কয়রা থানার পুলিশ পরিদর্শক (ওসি) জি এম এমদাদুল হক জানান, এই বিষয়ে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।