ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাত

দ্রুত সংকট দূর করতে হবে

এফএনএস : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩১ পিএম
দ্রুত সংকট দূর করতে হবে

বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের অবস্থা কখনোই খুব ভালো ছিল না। বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) অতীতে যেসব ‘ডুয়িং বিজনেস’ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বাংলাদেশের অবস্থান সব সময় নিচের দিকে থেকেছে। ব্যবসা শুরুর সূচকে আশপাশের অনেক দেশের তুলনায়ও বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। দেশের অর্থনীতি নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছে। কারখানাগুলোতে গ্যাসসংকট চরমে উঠেছে। মানুষের আয় ও ব্যয় নির্বাহের ওপর চাপ পড়েছে। মানুষের আয় বাড়ছে না, কিন্তু ক্রমাগতভাবে বাড়ছে জীবনযাত্রার ব্যয়। নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষের, বিশেষ করে স্থির আয়ের মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয়। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির চাপে উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিক্রি হ্রাস, সুদের উচ্চ হার, শ্রম অসন্তোষ, পরিবহন ও কারিগরি সমস্যা, ডলার সংকটে কাঁচামালের ঘাটতি, বৈশ্বিক যুদ্ধ ও আকস্মিক বন্যার বিরূপ প্রভাব মোকাবেলা করছে ব্যবসা-উদ্যোগ। পাশাপাশি রাজনৈতিক পটপরিবর্তনে কিছু কোম্পানির ব্যবসা করার সুযোগ সীমিত হয়ে গেছে। জুলাই-আগস্টের পরে বড় বড় ব্যবসায়ী বা বড় বড় ব্যবসা যাঁরা নিয়ন্ত্রণ করতেন, তাঁরা পালিয়ে গেছেন। তাঁদের ব্যবসাগুলো অন্যরা চালাচ্ছে, কিন্তু খুব দক্ষতার সঙ্গে যে চালাচ্ছে, তা নয়। অনেক মধ্যম ব্যবসায়ী ও ছোট ছোট ব্যবসায়ী, যাঁদের নাম পত্রিকায় আসে না, তাঁরা কিন্তু ভয়ে ব্যবসা গুটিয়ে বসে আছেন। ফলে শিল্প, ব্যবসা, বিনিয়োগ -সব কিছুই যেন তার স্বাভাবিক গতি হারিয়ে ফেলছে। যে দেশ যত ব্যবসাবান্ধব, সে দেশের অর্থনীতি তত সমৃদ্ধ। ব্যবসার জন্য কিছু শর্তপূরণ প্রয়োজন। প্রথমত পরিবেশ লাগবে। ব্যবসার আবহের ওপর অনেক কিছু নির্ভর করে। অর্থনীতিকে শক্তিশালী করতে তাই সবার আগে ব্যবসার পরিবেশ ফেরাতে হবে। দেশের অর্থনীতি নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছে। ব্যবসার জন্য কিছু শর্তপূরণ প্রয়োজন। বিনিয়োগ যেকোনো দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নতির একটি বড় বিষয়। বিনিয়োগ ব্যক্তি খাতে যেমন হতে পারে, তেমনি হয় রাষ্ট্রীয় খাতে। যেকোনো দেশে ব্যক্তি বা বেসরকারি বিনিয়োগই বেশি গুরুত্বপূর্ণ। গণ-অভ্যুত্থান ও সরকার পরিবর্তনের পর সৃষ্ট অস্থিতিশীল অবস্থা এখনো কাটেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। এসবের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে। আমরা মনে করি, সরকারকে দ্রুত ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের সংকট মোকাবেলায় পদক্ষেপ নিতে হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW