ভেড়ামারায় বাহাদুরপুর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫৯ পিএম
ভেড়ামারায় বাহাদুরপুর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল, স্লোগান কে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ফুটবল মাঠে সোমবার থেকে শুরু হয়েছে বাহাদুরপুর ক্রিকেট টুর্নামেন্ট’ ২০২৫। সোমবার দুপুর ২ টার সময় টুনামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেছেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দীন আহমেদ ও ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রোকন। টুনামেন্টে ১৬ টি দল অংশগ্রহন করছে। মেঘনা গ্রুপের ফ্রেস আলট্রা স্ট্রং সিমেন্ট এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহাদুরপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সিরাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও বাহাদুরপুর ক্রিকেট একাডেমী কর্তৃক আয়োজিত বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রিকেট টুনামেন্টে’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শাহ্ জামাল, বিশিষ্ট শিল্পপতি মোঃ নুর আলম সিদ্দিক ডাবলু, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান, যুবদল নেতা মোঃ রোকনুজ্জামান রোকন, মোঃ আসাদুল হক, মোঃ আব্দুল জলিল, মোঃ দুলাল হোসেন প্রমুখ। উদ্ভাবনী খেলায় অগ্নিশিখা স্পোর্টিং ক্লাব (গ্যারেজ মাঠ) ভেড়ামারা বনাম গোলাপনগর খেলাঘরের মধ্যে গোলাপানগর খেলাঘর কে ৭ উইকেটে পরাজিত করে বিজয়ী হন অগ্নিশিখা স্পোর্টিং ক্লাব।

আপনার জেলার সংবাদ পড়তে