কুষ্টিয়ার দৌলতপুর সিমান্তের তেকালা গ্রামে দিনে-দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ ডাকাতির ঘটনা ঘটে। এলাকা বাসি জানায় তেকালা গ্রামের কারিগর পাড়ার হায়দার আলীর বাড়িতে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে বাড়ির লোকজনকে মারপিট করে নগদ টাকা স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল লুট করে চলে যায়। এই বিষয়ে এলাকাবাসী বলেন, হায়দার আলীর বাড়ি থেকে সামান্য দূরে পুলিশ ক্যাম থাকলেও পুলিশ এ ব্যাপারে এগিয়ে আসেনি। এসব ব্যাপারে পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় বলে এলাকাবাসী অভিযোগ করেছে। সম্প্রতিককালে দৌলতপুর থানার আইন-শৃঙ্খলা ও চরম অবনতি ঘটেছে।