কাপাসিয়ায় অবৈধ সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১১ পিএম
কাপাসিয়ায় অবৈধ সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গাজীপুরের কাপাসিয়ায় বোরো মৌসুমে সারের অবৈধ মজুদ ও ভেজাল কীটনাশক বিক্রয়ের দায়ে অবৈধ সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়। ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে সহকারী কমিশনার ভূমি মোঃ নূরুল আমিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অফিস সূত্র জানায়, উপজেলার বারিষাব ইউনিয়নের বেলতলী বাজারে মইনউদ্দিন মোড়ল নামের সার ও কীটনাশক ব্যবসায়ী লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার ও কীটনাশক মজুদ করে ব্যবসা করছে। মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন জানান, সার ব্যাবস্থাপনা আইন ২০০৬ এর ৮ নং ধারা মোতাবেক মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সার, বীজ ও কীটনাশক এর অবৈধ মজুদ ও ভেজাল রোধে জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। এসময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যগণ।

আপনার জেলার সংবাদ পড়তে