বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের নারানচন্দ্র মালাকারের ছেলে মন্টু মালাকার (৪৯) একজন গাঁজা বিক্রেতা। তিনি মঙ্গলবার সকালে উপজেলার সাহেবের হাটে গাঁজা বিক্রির সময় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরে একটি দল তাকে হাতেনাতে আটক করে। ভ্রাম্যামাণ আদাল তাকে ৬ মাসেক কারাদন্ড ও দুইশত টাকা জমিমানা করে বরিশাল কারাগারে প্রেরণ করেছে।
মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরে গৌরনদী সার্কেল এসঅই ফাইজুল ইসলাম হৃদয় জানায়, আমরা মন্টু মালাকারকে উপজেলার সাহেবের হাটে গাঁজা বিক্রির সময় আটক করি। এরপরে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর ভ্রাম্যামাণ আদালতে মন্টুকে ৬ মাসেক কারাদন্ড ও দুইশত টাকা জমিমানা করে। রায়ের পারে মন্টু মালাকারকে বরিশাল কারাগারে প্রেরন করা হয়েছে।