নাগরিক আন্দোলনের অবস্থান কর্মসূচি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২৬ পিএম
নাগরিক আন্দোলনের অবস্থান কর্মসূচি

বরিশাল সিটি করপোরেশন কর্তৃক প্লান অনুমোদনে জটিলতা ও হয়রানির প্রতিবাদ এবং নাগরিক আন্দোলনের সদস্য ইঞ্জিনিয়ার শাহ আলম সিকদারের ওপর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক অর্তকিত হামলার বিচারের দাবিতে নগরীতে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে নাগরিক অধিকার আন্দোলন।

মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক জোটের জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সদস্য সচিব প্রকৌশলী মো. আবু সালেহ, যুগ্ম আহবায়ক নিয়াজ মাহমুদ বেগ, ইঞ্জিনিয়ার আকতার হোসেন, জাহিদুল ইসলাম, আলাউদ্দিন মোল্লা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেড় বছরের অধিক সময় ধরে সিটি করপোরেশন থেকে বহুতল ভবনের প্লান দেয়া হচ্ছেনা। এতে ডেভেলপার থেকে শুরু করে ব্যক্তি মালিকাধীণ ভবন নির্মাণ বন্ধ রয়েছে। এ কারণে এর সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং শ্রমিকরা আর্থিক সংকটে পরেছেন। কিন্তু সিটি করপোরেশন আইনের দোহাই দিয়ে প্লান অনুমোদনে জটিলতার সৃষ্টি করে রেখেছে। তাই দ্রুত সময়ের মধ্যে তারা প্লান অনুমোদনের দাবি করেন।

বক্তারা আরও বলেছেন, সিটি করপোরেশনের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশের জন্য ১০ ফেব্রুয়ারি রাতে নগর ভবনের সামনে আমাদের নাগরিক কমিটির সদস্য কামাল আকন, আনোয়ার হোসেন ও খালেক ইমান মাইক লাগাতে গেলে সিটি করপোরেশনের কর্মচারীরা বাঁধা প্রদান করেন। পরে বিষয়টি জানতে চাইলে কথা বলার জন্য আমাদের তিন সদস্যকে করপোরেশনের মধ্যে ডেকে নিয়ে প্রথমে একটি রুমের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়। এরপর সিটি করপোরেশন কর্মকর্তা ও কর্মচারীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ইঞ্জিনিয়ার শাহ আলম সিকদারসহ চারজনকে মারধর করে আহত করেন।

বক্তারা অবিলম্বে হালাকারীদের বিচারের দাবিসহ প্লান অনুমোদনে জটিলতা ও হয়রানি বন্ধের দাবি করেন। দ্রুত সময়ের মধ্যে এর সমাধান করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও বক্তারা উল্লেখ করেন।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে