পরিমাপে কম দেওয়ায় বন্ধ আ. লীগ নেতার ফিলিং ষ্টেশন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২৭ পিএম
পরিমাপে কম দেওয়ায় বন্ধ আ. লীগ নেতার ফিলিং ষ্টেশন

পরিমাপে কম দেয়ায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার ইল্লা এলাকার মা ফিলিং ষ্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে বিএসটিআই’র বিভাগীয় কার্যালয় থেকে প্রেরিত ই-মেইল বার্তায় তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

সূত্রমতে, খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আরজ আলী সরদারের মালিকানাধীন মা ফিলিং ষ্টেশনে দীর্ঘদিন থেকে তেল কম দেওয়ার অভিযোগ ওঠে। বিএসটিআই’র বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, মা ফিলিং ষ্টেশন থেকে পরিমাপে কম তেল সরবরাহ করার অভিযোগের ভিত্তিত্বে সোমবার শেষ বিকেলে বিএসটিআইর বিভাগীয় উপ-পরিচালক আব্দুল হান্নানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযোগের সত্যতা পেয়ে ফিলিং ষ্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হবে বলেও তিনি উল্লেখ করেন।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে