কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২৮ পিএম
কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধণ

 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধণ করা হয়েছে। জেলার গৌরনদী উপজেলার কটকস্থল স্পোটিং ক্লাবের আয়োজনে সোমবার দিবাগত রাতে তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। স্পোটিং ক্লাবের সভাপতি আব্দুর রহমান হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, শামীম খলিফা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান খান, সহ-সাংগঠনিক সম্পাদক জিএম রাব্বি, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের আহবায়ক ইত্তেসাম পারভেজ। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিব হোসেন খানের সঞ্চলনায় বক্তব্য রাখেন স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক শাকিল ফকির, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে