আশাশুনি উপজেলার প্রতাপনগরে ১৬৭ নং ফারুক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী। সোমবার বেলা ৩.৩০ টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।
পরিদর্শন কালে অন্যদের মধ্যে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান ও মোজাফফর আলী, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আঃ রকিব, মোস্তাফিজুর রহমান, শাহজাহান আলী, সোহাগ আলম, আবু সেলিম, প্রধান শিক্ষক খালিদ হোসেন ও প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় তিনি সহকারী শিক্ষক মুরাদ আহমেদ ও সহকারী শিক্ষক শরীফা খাতুনের পাঠদান পরিদর্শন করে সন্তোষ করেন এবং শিক্ষার গুনগত মান উন্নয়নে মা সমাবেশের উপর দিক নির্দেশনা প্রদান করেন।