পিরোজপুরের কাউখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। উপজেলা জিয়া মঞ্চের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাউখালী উপজেলা জিয়া মঞ্চ উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয় থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ পিরোজপুর জেলার আহ্বায়ক আরিফুর রহমান রুবেল। কাউখালী উপজেলা আহ্বায়ক মীর জিয়াউর রহমানের সভাপতিত্বে এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এস, এম আহসান কবির, সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ। উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপি'র সম্মানিত সদস্য শাহ ইমরান ফারুক পিরোজপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, কাউখালী জিয়া মঞ্চের রফিকুল ইসলাম সাইদুল অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।