দিনাজপুরের কাহারোল উপজেলায় ভাটার কারনে বিরান ভূমিতে পরিনত করেছে পরিবেশ দূষনকারী অপরিকল্পিত ও অবৈধ ইট ভাটা। উপজেলায় ১০টি ইট ভাটা রয়েছে তার মধ্যে ৫টি লাইসেন্স নেই, নেই কোন পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র। এতে প্রায় কয়েক শত একর ফসলি জমি নষ্ট হলেও অবৈধ ভাটা সমূহ উচ্ছেদে উদ্যোগ নেই পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের। অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যাওয়া না বলে এলাকাবাসীর অভিযোগ। বুধবার সকাল ১১টায় বলেয়া বাজার দিয়ে ১৭টি ট্রাকটরে মাটি ভাটায় নিয়ে যাওয়ার পথে বাজারের লোকজন আটকে দেন। বাজারের লোকজনকে জিজ্ঞাসা করা হলে তারা বলেন, বেপোয়ারা গতিতে উঠতি বয়সের ছেলেদেরকে দিয়ে ট্রাকটর চালায় বেপোয়ারা ভাবে। তাই বাজারের লোকজন গাড়িগুলি আটকিয়ে দেন। পড়ে কিছু লোকের মধ্যস্তায় গাড়িগুলি ছেড়ে দেওয়া হয়। কাহারোল উপজেলা আবাদী জমিতে ভাটা স্থাপনের কোন নিয়ম না থাকলেও কৃষি জমি বন্ধ করে কাহারোলে ১০টি ইট ভাটা গড়ে উঠেছে। লোকালয়, সংরক্ষিত বন অঞ্চল ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩ কিলোমিটার দূরে ইট ভাটা স্থাপনের নিয়ম থাকলেও ১টি ইট ভাটার ক্ষেত্রে তা মানা হয়নি। একই সঙ্গে ইট ভাটার জন্য সর্বোচ্চ ৩ একর জমি ব্যবহারের নিয়ম থাকলেও ৯৯ শতাংশ ভাটায় ৬ থেকে ১০ একর পর্যন্ত জমি ব্যবহার করা হচ্ছে। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তর্থ মতে ইট ভাটায় ব্যবহৃত কৃষি জমির পরিমান ১০ হেক্টর কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হিসাব মতে উপজেলার ইট ভাটা গুলোই যে পরিমান জমি ব্যবহার হচ্ছে তাতে আনুমানিক ৫ হাজার মন ধান কম হচ্ছে। কিন্তু বে-সরকারি হিসাবের পরিমান অন্তত ১০ হাজার মন। উপজেলার কাশিপুর গ্রামের শাহিন জানান, আগে যে সব জমিতে একরে ৭০ মন বোরো ধান পাওয়া যেত এখন সেই জমিতে ৪০ থেকে ৫০ মন ধান পাওয়া যায়। ফলে উৎপাদন ব্যহত হওয়ার আশাংঙ্খা রয়েছে। সাধারন মানুষ নগদ টাকা, ক্ষেত্র বিশেষ চাপে পড়ে উপরি ভাগের মাটি বিক্রি করতে বাধ্য হচ্ছে। এতে জমি গুলো উর্বর শক্তি হারাচ্ছে। ইট ভাটার ধোয়া ও ছাইয়ের কারনে বিদ্যালয় সমূহের ছাত্র-ছাত্রী সহ গ্রামের বৃদ্ধ ও শিশুরা সর্দি কাশি শ্বাসকষ্ট সহ চোখ জ্বালাও পোড়ায় আক্রান্ত হচ্ছে। আর এই সব ভাটা নির্দিষ্ট মাপের চেয়ে অধিকাংশ ভাটা ইটের সাইজ ছোট। উপজেলার সুলতানপুর গ্রামের পল্লী চিকিৎসক আরিফ বলেন, এই এলাকায় ইট ভাটা রয়েছে ২টি। রয়েছে জনবসতী, লিচু বাগান, আম বাগান, শিক্ষা প্রতিষ্ঠান। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম জানান, অবৈধ ইট ভাটা সমূহের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।