টাঙ্গাইলের দেলদুয়ারে ইউপি চেয়ারম্যান সহ ৩ আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, এলাসিন ইউপি চেয়ারম্যান সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর ঘনিষ্টজন আওয়ামীলীগ নেতা মানিক রতন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার তারিকুল ইসলাম ছেন্টু ও আটিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহাদত হোসেন। দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্ব-স্ব এলাকা থেকে তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।