কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের ১১২ বছর বয়সী প্রবীণ ব্যক্তি মোজাম্মেল হক কাচু মুন্সী আর নেই। মঙ্গলবার রাতে তিনি তার নিজ বাসভবন ফুলবাড়ী উপজেলা সদরের চন্দ্রখানা বজরের খামার গ্রামে বার্ধক্য জনিত কারনে মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (১১২ বছর) বলে তার বড় সন্তান সাংবাদিক আব্দুল আজিজ মজনু জানিয়েছেন। কাচু মুন্সী মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৬ মেয়েসহ নাতী-নাতনী ও পুতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মোজাম্মেল হক কাচু মুন্সী দৈনিক যুগান্তর পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি সাংবাদিক আব্দুল আজিজ মজনুর পিতা।
বুধবার বেলা সাড়ে ১১ টায় শতবর্ষী মোজাম্মেল হক কাচু মুন্সীর জানাযা নামাজ তার নিজ বাসভবন চন্দ্রখানা বজরের খামার গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
দাফন শেষে দোয়া পরিচালনা করেন চন্দ্রখানা বজরের খামার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাহাবুব।
স্থানীয় হিন্দু ধর্মালম্বী জয়কান্ত জানান, মোজাম্মেল হক কাচুমুন্সী এলাকার সবচেয়ে একজন প্রবীণ মানুষ ছিলেন। তার মতো বেশি বয়সী মানুষ বর্তমানে আমাদের এলাকায় নেই।
স্থানীয় বাসিন্দা সাংবাদিক ও শিক্ষক ছদেরুজাজামান জানান, মোজাম্মেল হক কাচু মুন্সী এলাকার একজন প্রবীণ মানুষ তার বয়স প্রায় ১১২ বছর হবে বলে আমরা জানতে পেরেছি। তিনি বিভিন্ন মসজিদে ইমামতি করেছিলেন।