ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৬০৭০ পিস চকলেট একটি সাদা রঙের হাইস গাড়ি সহ তিনজনকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। জানা যায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার জনাব এহতেশামুল হক এর নির্দেশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ থানার ইনচার্জ জনাব বিল্লাল হোসেনের নেতৃত্বে এসআই ইসহাক মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। অভিযান কাল আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার ১০০ গজ পূর্ব পাশ থেকে সাজ্জাদ হোসেন (৩২) মামুন (৩২) বকুল হোসেন (৪৮) কে ৬০৭০ পিস চকলেট একটি সিলভার হাইয়েস গাড়িসহ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন এর পিতা শাহজাহান মিয়া মাতা বিউটি বেগম গ্রাম মরকুন থানা টঙ্গী, জেলা গাজীপুর। মামুন এর পিতা আব্দুল আলিম মাতা কোহিনুর বেগম গ্রাম পুবাইল থানা পুবাইল জেলা গাজীপুর। বকুল এর পিতা ফজলুর রহমান মাতা মকবুল নেছা গ্রাম পুবাইল থানা পুবাইল জেলা গাজীপুর। এ বিষয়ে আশুগঞ্জ থানায় চোরা চালান আইনে মামলা প্রক্রিয়া দিন রয়েছে।