বাগেরহাট-১ আসনে জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ মশিউর রহমান খান

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:১৩ পিএম
বাগেরহাট-১ আসনে জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ মশিউর রহমান খান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী হতে বাগেরহাট-১ আসনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মশিউর রহমান খান বলেছেন, ‘‘ স্বৈরাচার ও ফ্যাসীবাদী আওয়ামী লীগের শেখ হাসিনা ও তার পরিবারের লোকেরা নানা কৌশলে ক্ষমতা কুক্ষিগত করে রাখে। এখানে স্থানীয়ভাবে যে-ই এমপি হতে চেয়েছেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। যার ফলে চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলার মানুষ ন্যায্য অধিকার হতে বছরের পর বছর বঞ্চিত হয়ে আসছে। এই আসনে বহিরাগত লোক বার বার অতিথি পাখির মতো এসে এমপি হয়েছেন এবং নিজেদের আখের গুছিয়ে চলে গেছেন। এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আগামীতে মানুষ তার ন্যায্য অধিকার পাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।’ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) চিতলমারী প্রেস ক্লাবের সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তিনি কথাগুলো বলেন। চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণি গ্রামে অবস্থিত বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলামের আধুনিক বাড়িতে এই প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চিতলমারী উপজেলা শাখার আমীর মো. মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম প্রমূখ। আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মশিউর রহমান খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় মজলিসের সূরা সদস্য, খুলনা অঞ্চল টিমের সদস্য এবং বাগেরহাট জেলা আমীর। তিন বোন ও পাঁচ ভাইয়ের মধ্যে তিনি চতুর্থজন। তাঁর দুই পুত্র। চিতলমারীর আড়ুয়াবর্নি ডরপূর্বপাড়া মক্তবে তিনি লেখাপড়া জীবন শুরু করেন এবং ১৯৮৬ সালে পিরোজপুরের সার্সিনা দারুস সালাম আলীয়া মাদ্রাসা থেকে হাদিস গ্রুপে কামিল পাশ করেন। ১৯৮৩ সালে তিনি ছাত্র শিবিরের কর্মী হন এবং পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৯ সালে বাগেরহাটের কচুয়া উপজেলার মাধবকাঠি আহমাদিয়া ফাজিল (ডিগ্রী) ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগদান করে দায়িত্বরত আছেন।

আপনার জেলার সংবাদ পড়তে