ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরির সুপারিশ থাকছে: আলী রীয়াজ

এফএনএস
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪৯ পিএম
ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরির সুপারিশ থাকছে: আলী রীয়াজ

সংবিধান সংস্কার কমিশন প্রধান ড. আলী রীয়াজ সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবিলায় ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি এবং সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। প্রতিবেদনে এমন সুপারিশ করা হয়েছে।

সংস্কার কমিশন প্রধান বলেন, সংস্কার নিয়ে সারা দেশের মানুষের মতামত নেয়া হয়েছে। লিখিত বক্তব্য দিয়েছে ২৫টি রাজনৈতিক দল ও তিনটি জোট। এছাড়াও সিভিল সোসাইটির প্রতিনিধি ও সংবিধান বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের মতামত পর্যালোচনা করেই প্রতিবেদন তৈরি হয়েছে।’

প্রতিবেদনে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং ২০২৪ সালের গণঅভ‍্যুত্থানের জনআকাঙ্ক্ষার প্রতিফলনস্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে ‘সাম‍্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র’ প্রস্তাব, প্রধানমন্ত্রীর পদের ক্ষমতা হ্রাসসহ সাতটি বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে।

আলী রীয়াজ বলেন, ২১ বছর হলেই নির্বাচন করতে পারবে বলেও মত দেয়া হয়েছে বলে জানান সংবিধান সংস্কার কমিশনের প্রধান।

আপনার জেলার সংবাদ পড়তে