মুলাদীতে উপজেলা ইমাম সমিতির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৩ পিএম
মুলাদীতে উপজেলা ইমাম সমিতির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা

বরিশালের মুলাদীতে উপজেলা ইমাম সমিতির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মুলাদী কেন্দ্রিয় ঈদগাহে এ সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা ইমাম সমিতির নবনির্বাচিত সভাপতি হাফেজ মাওলানা মো. শহীদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, বরিশাল বটতলা জামেয়া মাদানিয়া হাজ্বী ওমর শাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম। এসময় বক্তব্য রাখেন, উপজেলা ইমাম সমিতির সহসভাপতি হাফেজ মাওলানা মুফতি নূরুল আলম, মাওলানা সোলায়মান বিশ্বাস, মাওলানা মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ইমরান খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুফতি হাফিজ আহমাদ, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মাসউদুর রহমান প্রমুখ। গত ২১ জানুয়ারি মুলাদী উপজেলা ইমাম সমিতির ৩১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিলো বলে জানান সমিতির সাধারণ সম্পাদক মুফতি ইমরান খান।

আপনার জেলার সংবাদ পড়তে