সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটার খলিষখালী গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হল বাল্য বিবাহ। স্থানীয় গ্রামবাসি শাহীন আলম জানান বৃহস্পতিবার সন্ধ্যায় তালার খলিষখালী গ্রামের চা ব্যবসায়ী বাবুলাল দাশ তার কলেজ পড়ুয়া কন্যা (১৬) এর সহিত কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামের কাত্তিক দাশের পুত্র সমর দাশের সঙ্গে বিয়ে ঠিক হয়। বিয়ের দিন বিয়ের প্যান্ডেল ও খাওয়া দাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে। কিন্তু সব আশা নিরাশায় পরিনত হয়ে গেল। এ দিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার সময় ঘটনাস্থলে পৌছায় তালা উপজেলা সহকারী কমিশনার ভুমি ( নির্বাহী ম্যাজিষ্ট্রেট ) মাসুদুর রহমান। কন্যার বয়স কম হওয়াতে তিনি বিয়ের সকল আয়োজন পন্ড করে দেন এবং কন্যার পিতাকে ২ হাজার টাকা জরিমানা আদায় করে । অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা নাজমুন নাহার খলিষখালী ভূমি অফিসের কর্মকর্তা হেলাল উদ্দীন সহ নেতৃবৃন্দ ।