যুদ্ধবিরতির ১ ঘণ্টার মধ্যেই হামলার নির্দেশ ইসরায়েলের!

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০৩:৩১ পিএম
যুদ্ধবিরতির ১ ঘণ্টার মধ্যেই হামলার নির্দেশ ইসরায়েলের!

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণার এক ঘণ্টারও কম সময়ের মধ্যেই ইরানের দিকে আবারও হামলার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দিতে তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে তীব্র হামলা’ চালানোর নির্দেশ দিয়েছেন। 

খবর টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন তথ্য অনুযায়ী, ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও ইরান থেকে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। দুটি ক্ষেপণাস্ত্রই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলে হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইরান। 

অন্যদিকে ট্রাম্পের ভাষ্যতে সম্মতির ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবৃতিতে বলা হয়, ‘অভিযানের উদ্দেশ্য অর্জনের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয় করে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতির যেকোনো লঙ্ঘনের কঠোর জবাব দেবে ইসরায়েল।’

আপনার জেলার সংবাদ পড়তে