হিলিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ০২:৩১ পিএম
হিলিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের  হিলিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠে আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশে ফাইনাল খেলার উদ্ভোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি বিএনপির আয়োজনে এবং বোয়ালদাড় স্পোর্টিং ক্লাব ও লাইব্রেরির তত্বাবধানে পরিচালিত হয়েছে বলে জানা গেছে।  আগামীতে এধরণের আয়োজন অব্যাহত থাকবে। এই খেলায় ৮ টি দল অংশ গ্রহণ করে বলে জানান তিনি। 

প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে তরুণ ও যুবকের এগিয়ে আসতে হবে। প্রত্যন্ত অঞ্চলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আগামীতে আয়োজনে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ! 

৮ টিমের খেলায় বিরামপুর খেলোয়ার কল্যান সমিতি ও ডাব্লু এফসি খেলোয়ার একাদশ ভাদুরিয়া টুনামেন্টে ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন। ৭০ মিনিটের খেলায় বিরামপুর খেলোয়ার কল্যান সমিতিকে ০-১ গোলে হারিয়ে ডাব্লু এফসি খেলোয়ার একাদশ ভাদুরিয়া টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন। খেলা শেষে বিজয়ী টিমকে একটি গরু ও পরাজিতকে একটি খাসি পুরুস্কার তুলে দেন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে