ঠাকুরগাঁও-৩ আসন প্রার্থী জাহিদুর রহমান অসুস্থ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

এফএনএস (বদরুল ইসলাম বিপ্লব; ঠাকুরগাঁও) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৫, ০৫:৫৬ পিএম
ঠাকুরগাঁও-৩ আসন প্রার্থী জাহিদুর রহমান অসুস্থ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩আসন(পীরগঞ্জ-রাণীশংকৈল) এর বিএনপির মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার (৬নভেম্বর) রাতে তিনি হঠাৎ হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হন। পরিস্থিতি বিবেচনা করে তাঁকে তাৎক্ষণিকভাবে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার ৭নভেম্বর) সকাল ১১টায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে দ্রুত ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচনের ঠিক আগে প্রার্থীর এমন অসুস্থতা দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তাঁর দ্রুত আরোগ্যের জন্য পরিবারের সদস্য, রাণীশংকৈল উত্তর ভান্ডারা জামে মসজিদের খতিব ও দলীয় নেতাকর্মীরা ঠাকুরগাঁও-৩ আসনের সকল শ্রেণীর পেশা জীবি মানুষসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।