দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে আজ সোমবার (২৪ নভেম্বর) থেকে প্রথম বারের মত শুরু হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে উদ্বোধনী খেলায় অংশ নেয় বগুড়া জেলা দল বনাম রংপুর সেনটোস ক্লাব।
বেলুন-ফেস্টুন, ও কবুতর উড়িয়ে বর্ণাঢ্য আয়োচনের মধ্য দিয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সার্বিক তত্ত্বাবধানে উক্ত খেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক (সাবেক ইউপি চেয়ারম্যান) মো. আনিসুর রহমান বাদশা, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক-সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা ফুটবল এসোসিয়েশন এর কর্মকর্তা গোলাম নবী দুলাল, ফুলবাডী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি, সাবেক ফুটবল খেলোয়াড় বৃন্দসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে।