কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা পর্যায়ে স্যোসাল এ্যাডভোকেসি এ্যান্ড নলেজ ডিসেমিনেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব২০২৫ উদযাপন উপলক্ষে আরডি আরএস বাংলাদেশ এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। আরডিআরএস বাংলাদেশ এর নাগেশ্বরী আঞ্চলিক ব্যবস্থাপক মো. নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী ইকবাল সাহাদতের সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহ. শাহনুর জামান, বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, যুব উন্নয়ন অফিসার ময়দান আলী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কোকিল চন্দ্র বিশ্বাস প্রমুখ।