পুলিশকে কামড়ানো ছাত্রদল নেতাকে বহিস্কার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ০৩:১৭ পিএম
পুলিশকে কামড়ানো ছাত্রদল নেতাকে বহিস্কার

সাংবাদিকের ওপর হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং পুলিশকে কামড় দিয়ে পালিয়ে যাওয়া বরিশাল মহানগর ছাত্রদলের ১০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহবায়ক মাসুদ হাওলাদার মাসুমকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাসুমকে বহিস্কার করা হয়েছে। এর আগে একাধিক মামলার আসামি মাসুদ হাওলাদার মাসুমকে গত ২১ নভেম্বর গ্রেপ্তার করতে গেলে পুলিশের হাতে কামড় দিয়ে সে (মাসুম) পালিয়ে যায়। ওইসময় মাসুমের সহযোগিদের হামলায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হন। পালিয়ে যাওয়ার তিন দিন পর মাসুমকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। এরপরই শুক্রবার তার বহিস্কারের আদেশ পৌঁছে বরিশালে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, মাদকসহ তিনটি মামলার আসামি মাসুদ হাওলাদার মাসুম বর্তমানে বরিশাল জেলহাজতে রয়েছে।

উল্লেখ্য, গত মার্চ মাসে বরিশাল আদালতের প্রবেশ মুখে দুই ফটো সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেয় বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী ও মহানগর ছাত্রদলের ১০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহবায়ক মাসুদ হাওলাদার মাসুমসহ তাদের সহযোগিরা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

আপনার জেলার সংবাদ পড়তে