গজারিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি: ১৪৫ ভরি স্বর্ণ, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ১২:২৭ পিএম
গজারিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি: ১৪৫ ভরি স্বর্ণ, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম  মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে পুলিশ পরিচয়ে ডাকাতি করা ১৪৫ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার। ডাকাতির ঘটনায় পুলিশের এসআই, মাই টিভির সাংবাদিক,এক কৃষক লীগে নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার ( ১০ই ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর বিকালে স্বর্ণালংকার নিয়ে বাসযোগে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে পুলিশের পোশাক পরিহিত ০৫ জনের একটি ডাকাতদল স্বর্ণ ব্যবসায়ী দুই ভাইকে তাদের নামে মাদক মামলা আছে

বলে জানায়। পরে উপস্থিত বাস যাত্রীদের সামনে তাদের হাতকড়া পরিয়ে বাস থেকে নামিয়ে একটি নোহা মাইক্রোবাসে তোলা হয়। পরে তাদেরকে চোখ বেঁধে মারধর করে ও ভয় দেখিয়ে তাদের কাছে থাকা ১৪৫ ভরি ০৮ আনা ০৪ রতি স্বর্ণ অলংকার, দুটি মোবাইল ফোন, কিছু নগদ টাকা, ২টি এটিএম কার্ড এবং ১টি এনআইডি কার্ড লুট করে ডাকাত দল। এরপর ডাকাতরা ভিকটিম দুইজনকে গাজীপুর জেলার কালীগঞ্জ থানা এলাকায় হাত পা বাঁধা অবস্থায় নামিয়ে দিয়ে চলে যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলে হয়, গ্রেফতারকৃত আসামি আকতারুজ্জামান মুন্সী এসবি, ঢাকার সাব-ইন্সপেক্টর (ইতোমধ্যে বিভাগীয় ব্যবস্থাও গ্রহন করা হয়েছে)  ও গ্রেফতাররকৃত মোঃ রমজান আলী, পিতা- মৃত খোরশেদ আলী  মানিকগঞ্জ জেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি এবং গ্রেফতারকৃত মোঃ রমজান, পিতা- মৃতঃ কবির শেখ, ঢাকার শাহ আলী থানা এলাকার মাই টিভি প্রতিনিধি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তাদের বিক্রি করা আরো কিছু স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে। পলাতক আরো একজন ডাকাতকে গ্রেফতার এবং অবশিষ্ট লুন্ঠিত মালামাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে