ফুলবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৬ পিএম
ফুলবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দিনাজপুরের ফুলবাড়ীতে দোয়া ও আলোচনা সভার মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।আজ রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।